গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনসহ ছয় দফা নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান এবং সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে মানবিকী অনুষদের অধীনে ইতিহাস বিভাগ খোলার অনুমোদন দেওয়া হলো। এ ছাড়া শেখ হাসিনা আইসিটি ইনস্টিটিউটের অধীন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ এবং ইনস্টিটিউটের অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীন একই বিভাগের সঙ্গে একীভূত করার অনুমোদন দেওয়া হলো।
এতে আরো বলা হয়, শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউটের অধীন কৃষি, লাইভস্টক সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন এবং ফিশারিজ অ্যান্ড বায়োসায়েন্স বিভাগ কৃষি অনুষদের অধীন হবে।