সড়ক দুর্ঘটনা রোধে ও যানজট নিরসনে চাষাঢ়া পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলো অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার এ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
কর্মসূচিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি রফিউর রাব্বি বলেন, আমরা এসপি ও ডিসিকে বলতে চাই আমরা আইন হাতে তুলে নেওয়া সমর্থন করি না। আপনারা আমাদের সেদিকে ঠেলে দেবেন না নারায়ণগঞ্জের মানুষের ইতিহাস রয়েছে, দাবি কীভাবে আদায় করতে হয়। ’
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী বেলীর মা অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকী বলেন, ‘সড়কটা যদি আরও চওড়া থাকত, তাহলে আমার মেয়েটা আজ লাশ হতো না। আমি আর কোনো প্রাণহানী দেখতে চাই না।’