কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন জানান, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছরের মোট ৯ হাজার ২০৪ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক পর্যায়ক্রমে টিকাদান সম্পন্ন করা হবে। এর মধ্যে গতকাল তাড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের ৮১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬৭৮ জন টিকা নিয়েছেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।