মাজেদুল ইসলাম (২৮) কিছুদিন আগেও ছিলেন টগবগে। কিন্তু ভাগ্য তাকে অসহায় করে তুলেছে। সে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হাকিমের ছেলে।
মাজেদুল ইসলামের দুটি কিডনির সিংহভাগ অচল হয়ে গেছে। বর্তমানে তিনি টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক বলেছেন, শিগগিরই তার কিডনি দুটি প্রতিস্থাপন করতে হবে। তা না হলে তাকে বাঁচানো যাবে না। কিডনি প্রতিস্থাপনের জন্য ন্যূনতম ১৫ লাখ টাকা প্রয়োজন।
কিন্তু পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হওয়ায় তার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
সামান্য বেতনে একটি দোকানে কর্মচারী হিসেবে চাকরি করলেও অসুস্থতার কারণে তাও বন্ধ হয়ে গেছে তার।
চিকিৎসকের পরামর্শে প্রতিদিন তাকে প্রায় ৭০০ টাকার ওষুধ খেতে হয়। সামান্য সহায়-সম্বল যা ছিল ইতিমধ্যেই তা তার চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে। প্রতিদিনের ওষুধের টাকা জোগাতেই তাকে হিমশিম খেতে হয়।
কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাড় করা তার পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। তাই তার চিকিৎসার জন্য দেশ-বিদেশের হৃদয়বান ও বিত্তশালীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। মাজেদুল বলেন, তিনি বাঁচতে চান। দানশীল মানুষের সহায়তা চান।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: মাজেদুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ২০০.১৫১. ১৯১৩৭৩ (ডাচ বাংলা ব্যাংক লি.) দিগপাইত শাখা, জামালপুর। ফোনঃ: ০১৯৩৩-৫৪৬১৩৫ (বিকাশ/রকেট)।