মেকআপ তুলুন সহজে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
- নারকেল তেল কিংবা অলিভ অয়েল কিছুক্ষণ মুখে ম্যাসাজ করে গরম পানিতে ভেজানো তোয়ালে দিয়ে মুছে নিন। তারপর মুখ ধুয়ে ফেলুন।
- তুলোর বলে করে পেট্রোলিয়াম জেলি মুখে লাগিয়ে ম্যাসাজ করলে মেকআপ উঠে যাবে।
- ১ টেবিল চামচ মধু নিয়ে তা মুখে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর ম্যাসাজ করতে করতে ধুয়ে ফেলুন। মেকআপ উঠে যাবে।
- শসা ব্লেন্ড করে রসটুকু ছেঁকে নিয়ে মুখে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেললে মেকআপ উঠে যাবে।
সূত্র: ফেমিনা