হোম > ছাপা সংস্করণ

রোববার থেকে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনে গ্যাস বিক্রি বন্ধ থাকবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মো. আসলাম উদ্দিন আজকের পত্রিকাকে জানান, বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে ১৯ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সিএনজি স্টেশনগুলোয় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এই সময়ে কম দামে নিরবচ্ছিন্ন উৎপাদন করতে গিয়ে গ্যাসসংকট দেখা দেয় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে।

এসব বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের জন্য গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর উপস্থিতিতে এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সেখানে সিদ্ধান্ত হয়, সিএনজি স্টেশনগুলো ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে। কিন্তু গ্যাস বিক্রি বন্ধের সময় কমানোর দাবি জানান সিএনজি স্টেশন মালিকেরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল নতুন সিদ্ধান্ত জানাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ