করোনা মহামারির সময়ে বন্ধ ছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল। অবশেষে ১৯ মাস পর গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের মধ্যে দুটি খুলে দেওয়া হয়েছে। এ সময় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বরণ করে নেয়।
হলে ঢুকতেই হাতে একগুচ্ছ ফুল, একটি মাস্ক, কলম ও চাবির রিং দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অভ্যর্থনায় শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। ১৯ মাস পর নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে এমন ভালোবাসা তাদের আপ্লুত করেছে। শিক্ষার্থীদের স্বপ্ন, করোনা মহামারি দ্রুত বিদায় নেবে। প্রিয় ক্যাম্পাস ফিরবে আগের চির চেনা রূপে।
শুধু শিক্ষার্থীরা যে আনন্দে আত্মহারা তা নয়, বিশ্ববিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কত দিন পর কাছে পেয়ে আনন্দিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। মেডিকেল টিমের পাশাপাশি সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
প্রশাসন বলছে, আপাতত দুটি হল খোলা হলেও শিগগিরই বাকি তিনটি হলও খুলে দেওয়া হবে। সশরীরে পরীক্ষা নেওয়ারও প্রস্তুতি চলছে।