হোম > ছাপা সংস্করণ

ভ্রাম্যমাণ আদালতে ১৮ ব্যক্তির জরিমানা

সিলেট সংবাদদাতা

সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযানে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ বাজেয়াপ্ত করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার সিসিকের রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যমাণ আদালত নগরের বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের আম্বরখানা পয়েন্ট এলাকার ‘ফয়েজ স্ন্যাক্স’ নামের একটি খাবারের দোকানে অভিযান পরিচালনার সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার আইনে এবং অবৈধ ওষুধ রাখা ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় এক বস্তা অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাজেয়াপ্ত করেন ভ্রাম্যমাণ আদালত।

একই এলাকার খাবার পণ্য প্রস্তুত ও বিক্রির দোকান ফুড কিং, শরীফ বেকারি এবং বিসমিল্লাহ বেকারিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধের ভোক্তা অধিকার আইনে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় আম্বরখানা এলাকার মাংস বিক্রির দোকান আল হোসাইন মিট শপকে সরকারিভাবে মাংস বিক্রি বন্ধের দিনে বা মিড ডে না মানায় জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সরকারি নির্দেশনা মতো সিলেট মহানগরে প্রতি রোববার মাংস বিক্রি বন্ধ থাকে। এ ছাড়া বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা ও গাড়ি পার্কিং করার দায়ে আরও ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি, অবৈধ ওষুধ রাখা, রাস্তা দখল করে ব্যবসাসহ বিভিন্ন অপরাধে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিসিকের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ