তারাকান্দায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কামারগাঁও ইউপির চেয়ারম্যান প্রার্থী নাঈমুর রহমান (উজ্জ্বল) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন ফরম বহাল রাখার ঘোষণা দেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে ৭০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩৪ জন ও সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। গত ২৯ নভেম্বর যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং কর্মকর্তা দুই চেয়ারম্যান ও একজন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন।
পরে প্রার্থিতা ফিরে পেতে নাঈমুর রহমান জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপিল করেন। শুনানি শেষে বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাঁর মনোনয়ন ফরম বহাল রাখার ঘোষণা দেন।
নাঈমুর রহমান উজ্জ্বল বলেন, গত ২৯ তারিখ যাচাই-বাছাইয়ে চেয়ারমানের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করে। পরে আপিল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈধ বলে ঘোষণা করেছে। এখন নির্বাচনে অংশ গ্রহণ করতে আমার আর বাধা নেই।
তারাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ কে এম সাইদুজ্জামান প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন তাঁর নির্বাচনে অংশগ্রহণ করতে আর কোনো বাধা নেই।