হোম > ছাপা সংস্করণ

২০৩১ বিশ্বকাপে সহ-আয়োজক বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪ থেকে ২০৩১ চক্রে ছেলেদের সাদা বলের ক্রিকেটে ৮টি বৈশ্বিক ইভেন্ট। হবে ২টি ওয়ানডে বিশ্বকাপ, ৪টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২টি চ্যাম্পিয়নস ট্রফি। যেগুলোর আয়োজক ১৪টি জাতি! দেখলে মনে হতেই পারে, সবাইকে ‘খুশি করার মিশনে’ নেমেছে আইসিসি।

না, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা নিরাশ করেনি বাংলাদেশকেও। ২০৩১ সালে প্রতিবেশী ভারতকে সঙ্গে নিয়ে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে লাল-সবুজের দেশকে। গতকাল বিকেলে আইসিসি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

২০১১ সালেও ওয়ানডে বিশ্বকাপের সফল সহ-আয়োজক ছিল বাংলাদেশ। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্টটি আয়োজন করেছিল তারা। গ্রুপ পর্বে নিজেদের ৬টি, ২টি কোয়ার্টার ফাইনালসহ উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চস্থেরও দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। সেবার সরকারের খরচ হয়েছিল ৩৫০ কোটি টাকা। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বাংলাদেশ। ১৭ বছর পর আবার কোনো বৈশ্বিক আসর আয়োজন করবে তারা।

সময়ের ফারাকটা অনেক বেশি হওয়ায় বাংলাদেশের সোনালি প্রজন্মের চার তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ দেশের মাটিতে আর কোনো বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ নিয়েই বিদায় নেবেন। মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, লিটন দাসরাও তত দিনে ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসবেন। হয়তো কেউ কেউ তার আগেই অবসরে যাবেন।

বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে হলে যে দুটি জিনিস সবচেয়ে জরুরি, সে দুটিতেই পিছিয়ে বাংলাদেশ—আন্তর্জাতিক স্টেডিয়াম ও আন্তর্জাতিক বিমানবন্দর। চক্রের একদম শেষ ভাগে (এক দশক পর) বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়ে বাংলাদেশকে যেন অবকাঠামোগত উন্নয়নেরই তাগিদ দিয়েছে আইসিসি।

যদিও একটি বিশ্বকাপের সহ-আয়োজক হতে পেরেই খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এটা একটা বড় অর্জন। এটা আইসিসির সবচেয়ে বড় প্রপার্টি। ভালো লাগছে, এ অঞ্চলের ইভেন্টটা আমরা পাচ্ছি।’

২০২৪ থেকে ২০৩১ চক্রে আয়োজক জাতিগুলোর মধ্যে ১১টি আইসিসির পূর্ণ সদস্য, বাকি ৩টি সহযোগী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ