হোম > ছাপা সংস্করণ

দাফনের চারদিন পর কবরের পাশে লাশ

চারঘাট প্রতিনিধি

চারঘাটে জাফর প্রামাণিক (৮১) নামের এক বৃদ্ধার লাশ দাফনের চার দিন পর সেটি কবরের পাশে পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে জাফর প্রামাণিকের লাশ দাফন করা হয়।

জাফর প্রামাণিকের ছেলে হাতেম আলী বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় ছিলেন। গত শনিবার সকাল ১১টার দিকে তাঁর বাবার স্বাভাবিক মৃত্যু হয়। এরপর বাড়ির পাশের কবরস্থানে লাশ দাফন করা হয়। কিন্তু রাতে কে বা কারা লাশ কবর থেকে তুলে পাশে ফেলে রেখে যায়। তিনি খবর পেয়ে কবরের কাছে গিয়ে দেখেন, কবর থেকে একটু দূরে লাশ, অন্য পাশে কাফনের কাপড় ও বাঁশের চাটাইগুলো পড়া। তবে লাশ অক্ষত অবস্থায় ছিল।

চারঘাট মডেল থানার সহকারী পরিদর্শক শাহনেওয়াজ জানান, লাশটি কবরের পাশে অক্ষত অবস্থায় পড়েছিল। তাঁর পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় চেয়ারম্যানসহ সবার উপস্থিতিতে লাশটি পুনরায় কবর দেওয়া হয়। লাশ পর্যবেক্ষণ করে কোনো প্রকার অসামঞ্জস্যতা পাওয়া যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ