হোম > ছাপা সংস্করণ

হেডলাইট জ্বেলে যান চলাচল

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে কিছুটা আগেভাগেই শীত পড়তে শুরু করেছে। দিনের বেলাতেও দেখা মিলছে ঘন কুয়াশা। কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। অপর দিকে শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে।

গত মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশায়াচ্ছন্ন হয়ে পড়ে হিলির পুরো এলাকা। বৃষ্টির মতো আকাশ থেকে ঝরতে থাকে কুয়াশা। সেসঙ্গে বাড়তে শুরু করে শীতের তীব্রতা। সকাল থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের।

যখন সূর্যের দেখা মেলে তখন তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে বিকেলের পর থেকে আবারও তাপমাত্রা কমতে থাকে।

ট্রাকচালক সিরাজুল ইসলাম বলেন, ঢাকা থেকে হিলি স্থলবন্দরে পাথর নিতে এসেছি। যেখানে হিলিতে পৌঁছানোর কথা ছিল সকালে, সেখানে পৌঁছাতে ১১টা বেজে গেছে। এর কারণ সকাল থেকে কুয়াশায় কোনো কিছুই দেখা যাচ্ছে না। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে কোনো রকমে দেখেশুনে ট্রাক চালাতে হয়েছে; যার কারণে দেরি হয়ে গেছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বায়ুমণ্ডলের ওপরিভাগে জলীয়বাষ্পের পরিমাণটা বেড়ে গেছে, যার কারণে কুয়াশার পরিমাণটা বেশি আর সূর্যের আলো স্বাভাবিকের তুলনায় ২-৩ ঘণ্টা পরে পাওয়া যাচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ