বগুড়ার শেরপুরে দোকানসহ জমি বিক্রয় করতে রাজি না হওয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। পৌর শহরের বারদুয়ারী হাটখোলা এলাকায় গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী গৌর গোপাল ঘোষ বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা গেছে, পৌর শহরের ঘোষপাড়া এলাকার গৌরগোপাল ঘোষ বারদুয়ারী হাটখোলা এলাকায় ৫ শতাংশ নিজস্ব জমিতে দোকানঘর করে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। ওই জায়গা ও দোকানটি কিনে নিতে শহরের বারদুয়ারী হাটখোলা পাড়ার সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রস্তাবসহ নানাভাবে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু গৌরগোপাল ঘোষ নিজের ব্যবসা-বাণিজ্যের জায়গা ও দোকান বিক্রি করতে রাজি না। এতে ক্ষিপ্ত হয়ে সাইদুল ভাড়াটে লোকজন নিয়ে বৃহস্পতিবার বিকেলে গৌর গোপালের জায়গা দখল করে দোকানঘর ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যান। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর দাবি।
জায়গা দখল, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা অস্বীকার করে সাইদুল ইসলাম বলেন, ‘ওইখানে গৌর গোপালের কোনো সম্পত্তি ও দোকানপাট নেই। তা ছাড়া আমার সম্পত্তি আমিই দখলে নিয়েছি।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।