হোম > ছাপা সংস্করণ

বিক্রি করতে রাজি না হওয়ায় জমিই দখল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দোকানসহ জমি বিক্রয় করতে রাজি না হওয়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। পৌর শহরের বারদুয়ারী হাটখোলা এলাকায় গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী গৌর গোপাল ঘোষ বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা গেছে, পৌর শহরের ঘোষপাড়া এলাকার গৌরগোপাল ঘোষ বারদুয়ারী হাটখোলা এলাকায় ৫ শতাংশ নিজস্ব জমিতে দোকানঘর করে ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। ওই জায়গা ও দোকানটি কিনে নিতে শহরের বারদুয়ারী হাটখোলা পাড়ার সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রস্তাবসহ নানাভাবে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু গৌরগোপাল ঘোষ নিজের ব্যবসা-বাণিজ্যের জায়গা ও দোকান বিক্রি করতে রাজি না। এতে ক্ষিপ্ত হয়ে সাইদুল ভাড়াটে লোকজন নিয়ে বৃহস্পতিবার বিকেলে গৌর গোপালের জায়গা দখল করে দোকানঘর ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যান। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর দাবি।

জায়গা দখল, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা অস্বীকার করে সাইদুল ইসলাম বলেন, ‘ওইখানে গৌর গোপালের কোনো সম্পত্তি ও দোকানপাট নেই। তা ছাড়া আমার সম্পত্তি আমিই দখলে নিয়েছি।’

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ