হোম > ছাপা সংস্করণ

আগুনে পুড়ল বসতঘর উদ্দেশ্যপ্রণোদিত দাবি

চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় আগুন লেগে পুড়ে গেছে ১৪টি কক্ষের একটি টিনশেডের বাড়ি। গত শনিবার রাত ৩টার দিকে উপজেলার জোয়াগ ইউনিয়নের ধেরেরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এদিকে ক্ষতিগ্রস্তরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করে চান্দিনা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বাড়িটিতে আলী নেওয়াজের তিন ছেলে পরিবার নিয়ে থাকেন। তাঁরা হলেন মো. আতাউল্লাহ জহির, মৌলভী মো. ছফিউল্লাহ ও কচুয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক এমদাদ উল্লাহ।

মো. ছফিউল্লাহ জানান, রাত ৩টার দিকে আমাদের বাড়ির একটি কক্ষে আগুন টের পেয়ে তাঁদের ঘুম ভাঙে। ওই কক্ষটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ বা আগুন লাগার মতো কিছুই ছিল না। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে চান্দিনা, বরুড়া ও পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের কচুয়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা ভোর সাড়ে ৫টা পর্যন্ত চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনেন। ততক্ষণে ঘরের সব পুড়ে ছাই হয়ে যায়।

মো. ছফিউল্লাহ আরও বলেন, ‘আমরা এক কাপড়ে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচাই। আমাদের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে কেউ ঘরে অগ্নিসংযোগ করেছে। এতে ফ্রিজ, টিভি, কম্পিউটার, কাগজপত্র স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্র, দলিল, শিক্ষা সনদসহ মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।’

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অনয় কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। ভুক্তভোগীদের একটি ঘুর পুড়ে ছাই হয়ে গেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ