রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ইতি পূর্বে রেলকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে রেলের কোনো কাজ হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে।’ গতকাল শনিবার দুপুরে নীলফামারীর বউবাজারে ট্রেনের ধাক্কায় নিহত চারজনের বাড়িতে সমবেদনা জানাতে এসে এক সমাবেশে মন্ত্রী এ সব কথা বলেন।
কুন্দপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল হায়দারের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদ মাহমুদ, সদর ইউএনও জেসমিন নাহার, কুন্দপুকুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরীসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মন্ত্রী নিহত তিন শিশুর পরিবারকে ৫০ হাজার ও উদ্ধার কাজে এগিয়ে আসা নিহত যুবকের পরিবারকে ২০ হাজার টাকা ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন।