হোম > ছাপা সংস্করণ

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১২ প্রতিষ্ঠান

নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বসতঘর, দোকানসহ ১২টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রতিষ্ঠানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। গতকাল সোমবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল ভোরে জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের লেদু কোম্পানীরহাট বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ১০টি দোকানে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, জমজম হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক, আল-মদিনা ফার্মেসি, শাহাদাত ক্রোকারিজ, মিজান টেলিকম, কামাল ফল অ্যান্ড কনফেকশনারি, হারুন টেলিকম, হারুন মেডিকেল হল, একটি কাঁচা পণ্যের গুদামসহ ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. নুর আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

অপরদিকে ভোর ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের পাশের একটি বসতঘর ও একটি দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে নুর আলম হেলালের একটি ডিপার্টমেন্টাল স্টোর ও নূর নবীর একটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকান ও বসতঘরের সব মালামাল পুড়ে যায়।

গতকাল দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ