হোম > ছাপা সংস্করণ

‘মানাই গাইবে’

শচীন দেববর্মন কীভাবে গান তৈরি করতেন, শিল্পীদের সবাই তা জানতেন। তাই শিল্পীরা যখন তার কাছে গান তুলতে যাইতেন তখন কেউই জানতেন না আসলে কাকে দিয়ে শচীনকত্তা গান করাবেন।

মুম্বাইতে হেমন্ত একদিন হাসতে হাসতে বলেছিলেন, ‘যাচ্ছি শচীনদার গান তুলতে। কিন্তু কে গাইবে কেউ জানে না।’

দেখা গেল মান্না দে, তালাত মাহমুদ, মুকেশ, মোহাম্মদ রফি সবাই তাঁর গান তুলবে। যার কণ্ঠে গানটি ভালো লাগবে, তাঁকে দিয়েই সেটি করাবেন তিনি। এ ব্যাপারে কারও সঙ্গে কোনো ধরনের আপস করতেন না।

মান্না দে যখন বোম্বেতে পায়ের নিচে মাটি খুঁজছিলেন, সে সময়কার একটি ঘটনা। ‘তালাশ’ ছবির গান করা হচ্ছে। সংগীত পরিচালক শচীন দেববর্মন। সেই ছবিতে ‘তেরি নেয়না তালাশ কারকে’ গানটি মান্না দেকে দিয়ে গাওয়াবেন বলে ঠিক করেছিলেন শচীনকত্তা। শচীন মান্নাকে বললেন, ‘মানা তুই গেয়ে শোনা।’

শচীনকত্তা মান্না দেকে আজীবন ‘মানা’ বলে ডেকেছেন। মিউজিক রুমে সেদিন ছবির পরিচালক উপস্থিত ছিলেন। মান্না দের সামনেই পরিচালক শচীন দেবকে বললেন, ‘মান্না দে গাইবেন নাকি? মুকেশ কি হলো?’

শচীন দেববর্মন বললেন, ‘মুকেশ এ গান গাইতে পারবে না।’

পরিচালক সোজাসুজি বললেন, ‘এমন গান কেন বানালেন, যা মুকেশ গাইতে পারবেন না?’

তখন নিজস্ব স্টাইলে হিন্দিতে উত্তর দিলেন শচীনকত্তা, যার বাংলা করলে দাঁড়ায়, তালাশ ছবি যদি এস ডি বর্মন করে, তবে এই গানের সুরটাই থাকবে, আর মানাই গাইবে। পরিচালক যদি মনে করেন সেটা ভালো হবে না, তাহলে তিনি অন্য সংগীত পরিচালক নিতে পারেন।

শচীন দেববর্মন মান্না দেকে দিয়েই এই গানটি গাইয়েছিলেন এবং এরপর কী হয়েছিল, সে কথা ইতিহাস জানে। ছবিটি যখন সিলভার জুবিলিতে পৌঁছাল, তখন সেই পরিচালক বলেছিলেন, ‘এস ডি বর্মন সাব, আপনি আমাদের দাদা। আপনি চিরদিনের দাদা।’

সূত্র: পুলক বন্দ্যোপাধ্যায়, কথায় কথায় রাত হয়ে যায়, পৃষ্ঠা ৮৫

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ