মাগুরার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আচরণবিধি, আইনশৃঙ্খলা ও নির্বাচনের সার্বিক বিষয় সংক্রান্ত সমন্বয় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা হয়। সভায় প্রার্থীরা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের দাবি জানিয়েছেন।
জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। সভায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা ও নির্বাচনের নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় অনেক প্রার্থী প্রচারে বাধাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন।