হোম > ছাপা সংস্করণ

জামায়াত নেতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মনিরামপুরে হারুন-অর-রশিদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। হারুন-অর-রশিদ ওই গ্রামের মতলেব গাজীর ছেলে। তিনি ভোজগাতী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সদস্য।

মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ হারুন-অর-রশিদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভোজগাতী ইউপির সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা হুমায়ুন কবির মুক্তা দুই বছর আগে স্থানীয় চালকিডাঙা বাজারে হামলার শিকার হন। তখন তিনি হারুন-অর-রশিদসহ কয়েকজনের নামে মামলা করেন। তাঁর দায়ের করা সেই মামলায় ছাত্রলীগের এই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

গত দুই মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মুক্তা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ দিকে ছাত্রলীগ নেতা হারুন-অর-রশিদের নামে করা মামলাটি মিথ্যা দাবি করেছেন একাধিক ছাত্রলীগ নেতা। তাঁরা দ্রুত তাঁর মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘হারুন একটি মামলার পরোয়ানার আসামি। তাঁকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ