হোম > ছাপা সংস্করণ

বিয়ের মাস না পেরোতেই স্ত্রীকে পুড়িয়ে হত্যা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের না পেয়ে সুমাইয়া খাতুন (১৮) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হরলা মেটন গ্রামে স্বামী সাকিবুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সুমাইয়া খাতুন দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের আরেম আলীর মেয়ে। সাকিবুল হরলা মেটন গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সাকিবুলের সঙ্গে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয়েছিল সুমাইয়ার। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

সুমাইয়ার পরিবারের দাবি, যৌতুকের এক লাখ টাকা না পেয়ে গতকাল সকালে সাকিবুল পরিকল্পিতভাবে সুমাইয়ার গায়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহযোগিতায় দগ্ধ সুমাইয়াকে মামা জালাল আলী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, সুমাইয়ার পুরো শরীর পুড়ে গিয়েছিল। হাসপাতালে আনার পর বেলা ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

কুষ্টিয়া মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ