হোম > ছাপা সংস্করণ

আসছে মিমির দুই ছবি

বিনোদন প্রতিবেদক

গত বছর ১৮ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। নতুন কর্ম পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করতে হয়েছে একটি বছর। এখন ব্যস্ত বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে। এরই মধ্যে জানালেন নিজের অভিনীত ছবির খবর। আফসানা মিমি অভিনীত দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’, অন্যটি নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’।

এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘পাপ-পুণ্য’। আগামী ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। ছবিতে মিমি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সিয়ামের সঙ্গে। মিমি বলেন, ‘আমার জন্য “পাপ-পুণ্য” ছবিতে অভিনয় করাটা ছিল ভীষণ আনন্দের। কারণ আমার খুব ইচ্ছা ছিল চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করার। চঞ্চলেরও ইচ্ছা ছিল আমার সঙ্গে অভিনয়ের। এ ছবিতে আমাদের সেই শখ পূরণ হয়েছে। অন্যদিকে সিয়ামের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম চয়নিকা চৌধুরীর পরিচালনায়। আমার মনে হয়েছিল, আমি তাতে ভালো অভিনয় করতে পারিনি। পরে এক দিন সিয়ামের সঙ্গে দেখা হলে আমিই বললাম, সিয়াম, আমাদের আরেকটি ভালো কাজ করতে হবে। সেই ইচ্ছাটাও পূরণ হয়েছে এ ছবিতে। “পাপ-পুণ্য”র শুটিং করেছি চাঁদপুরে। আর “পাতালঘর” ছবির শুটিং করেছি গত বছর রাজবাড়ীর পাংশায়।’

নূর ইমরান মিঠুর ‘কমলার রকেট’ দেখে ভালো লেগেছিল আফসানা মিমির। তাই মিঠু যখন ‘পাতালঘর’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন, ‘না’ বলেননি মিমি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মিমি ও নুসরাত ফারিয়া। এ ছবিও বছরের প্রথম ভাগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নতুন বছরে আরও একটি ছবিতে অভিনয়ের বিষয় চূড়ান্ত হওয়ার কথা মিমির। পাশাপাশি কথা চলছে ওয়েবসিরিজ নিয়েও। সব ঠিক থাকলে শিগগিরই ওয়েবে দেখা যাবে মিমিকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ