রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ২৫৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৭ শতাংশ। এর আগের দিন ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৫৯ শতাংশ। গতকাল সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম।
আবু মো. জাকিরুল ইসলাম জানান, গত রোববার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ৫৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রংপুরের ৮০, দিনাজপুরের ৭৫, ঠাকুরগাঁওয়ের ৩৬, পঞ্চগড়ের ১৯, নীলফামারীর ১৭, গাইবান্ধার ১১, লালমনিরহাটের ১১ এবং কুড়িগ্রাম জেলার পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন।
২০২০ সালের মার্চে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ৩ লাখ ১৩ হাজার ২২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬ হাজার ৮৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৫৯২ জন। ১ হাজার ২৫৩ জন মারা গেছেন।
এদিকে, বিভাগে করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠে নেমেছে প্রশাসন। চালানো হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাও অব্যাহত রয়েছে।