পীরগঞ্জে বিয়ের দাবিতে ছয় দিন ধরে অবস্থান নেওয়া তরুণীকে অবশেষে বিয়ে করতে বাধ্য হলেন প্রেমিক। গতকাল মঙ্গলবার সকালে উভয় পরিবারের সম্মতিতে এ বিয়ে হয়।
উপজেলার মদনখালী ইউনিয়নের জুনিদেরপাড়া (জাফরপাড়া) গ্রামে ঘটনাটি ঘটেছে। প্রেমিক তরিকুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। প্রেমিকা ববিতা খাতুনের বাড়ি শানেরহাট ইউনিয়নের হরিরাম শাহাপুর গ্রামে।
এলাকাবাসী ও ববিতা জানান, প্রায় পাঁচ বছর ধরে দুজনের প্রেমের সম্পর্ক চলে আসছে। তাঁরা উভয়ে ঢাকায় গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন। একই এলাকার হওয়ায় দুজনের পরিচয় থেকে প্রেম হয়।
ববিতার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে নতুন বাড়ি নির্মাণের কথা বলে তাঁর কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নেন তরিকুল। তিনি সম্প্রতি ববিতাকে ঢাকায় রেখে বাড়িতে চলে আসেন এবং তাঁর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন।
ববিতা বিয়ের দাবিতে গত ১৭ নভেম্বর দুপুরে তরিকুলের বাড়িতে হাজির হন। এ ঘটনায় তরিকুল কৌশলে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরদিন সকালে তাঁর মা-বাবাসহ পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে গা ঢাকা দেন।
এমন অবস্থায় বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়ে ববিতা তরিকুলের চাচা রাঙ্গা মিয়ার বাড়িতে অবস্থান নেন। অবশেষে সাড়ে ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
ববিতা বলেন, ‘তরিকুল বিয়ের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। আজ (মঙ্গলবার) বিয়ে হলো। আমি সবার কাছে দোয়া চাই।’