কাউনিয়ায় পুকুরের পানিতে ডুবে জাকারিয়া হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগিলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জাকারিয়া হোসেন উত্তর বাহাগিলী গ্রামের আবদুস সালামের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শিশু জাকারিয়া গতকাল দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার মরদেহ দেখতে পাওয়া যায়।
কুর্শা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ইউসুফ আলী বলেন, বাড়ির কাছাকাছি পুকুর হওয়ায় এবং পরিবারের লোকজনের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে।
কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান সরকার পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি তাঁরা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে শিশুটির পরিবার থেকে থানায় কিছু জানানো হয়নি।