পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির উদ্যোগে কোম্পানীগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে ৫০০ শীতার্তের মাঝে কম্বলগুলো বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট-এর সভাপতি মাহফুজা শারমিন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক সিলেট-এর সহসভাপতি মুশফিকা মাহফুজ, সহসভাপতি কারিশমা আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার মুর্ত্তাজুল ইসলাম (এসএএফ), কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. ফয়েজ আহাম্মদসহ উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় অতিথিরা শীতে অসহায় মানুষের সাহাযার্থে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।