ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাতি মামলায় ৫ ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রাম থেকে ডাকাত সন্দেহে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাতৈর গ্রামের হান্নান শেখ (২৫), ইছাখালি গ্রামের মিরাজ শেখ (৪০) ও ফারুক শেখ (৪০), শেখপুর গ্রামের দুলু মিয়া (২১) এবং তেলজুড়ী গ্রামের আনিসুর রহমান (৩০)।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, আটক ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিতে ওই স্থানে গোপন বৈঠকে বসেছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তাঁদের কাছ থেকে ১টি রামদা, ২টি বড় ছুরি, একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক মো. ছরোয়ার হোসেন ওই পাঁচজনসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন।