হোম > ছাপা সংস্করণ

চিকিৎসার অভাবে মেয়ের মৃত্যু ভ্যান বেচেও রক্ষা হলো না

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ভ্যানচালক ফেরদৌস আলীর সাত বছর বয়সী কন্যাশিশু খাদিজা। কুপির আগুনে তার শরীরের ৭০ ভাগ পুড়ে যায়। ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চলে গেছে সে। মেয়ের চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল ভ্যানগাড়িটিও বিক্রি করেছিলেন ফেরদৌস।

গত শনিবার রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে ফেরদৌসের নিজ বাড়িতে মারা যায় খাদিজা। গতকাল রোববার তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে খাদিজাকে দাফন করা হয়। এর আগে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে কুপির আগুনে খাদিজার শরীরের ৭০ ভাগ পুড়ে যায়।

জানা গেছে, আগুনে পুড়ে যাওয়ার পর ওই দিন খাদিজাকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। হাসপাতালের চিকিৎসকেরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে টাকার অভাবে নিতে পারছিলেন না খাদিজার বাবা ভ্যানচালক ফেরদৌস।

খবর পেয়ে কয়েকজন সংবাদকর্মী হাসপাতালে গিয়ে খাদিজাকে নিয়ে তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করলে বিভিন্ন মানুষ তার চিকিৎসার জন্য সহযোগিতা করতে থাকেন। পরের দিন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় অর্থের সংকট দেখা দিলে ভ্যানচালক ফেরদৌস তাঁর আয়ের একমাত্র সম্বল ভ্যানগাড়িটি বিক্রি করে মেয়ের চিকিৎসা করেন।

গত শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা খাদিজাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে ঢাকায় না নিয়ে খাদিজাকে বাড়িতে নিয়ে আসেন ফেরদৌস। অবশেষে শনিবার সন্ধ্যায় সে মারা যায়।

শিশু খাদিজার বাবা ভ্যানচালক ফেরদৌস আলী বলেন, ‘টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় আজ আমার মেয়েটিকে হারালাম। জীবনের শেষ সম্বল ভ্যানগাড়িটিও বিক্রি করে মেয়েকে বাঁচাতে পারলাম না। এখন কীভাবে উপার্জন করে স্ত্রীসহ বাকি সন্তানদের মুখে খাবার তুলে দেব?’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ