হোম > ছাপা সংস্করণ

রোনালদোর তেজ দেখলেন রাংনিক

নানা ঘটনায় সাম্প্রতিক সময়ে কিছুটা চাপেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যালন ডি’অর জয়ে লিওনেল মেসির চেয়ে আরও পিছিয়ে পড়া আর কোচ রালফ রাংনিকের পরিকল্পনায় না থাকার খবরে রোনালদোর অস্বস্তিতে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। এমন পরিস্থিতিতে আহত বাঘের মতো অতীতে অনেকবার ফিরে এসেছেন পর্তুগিজ মহাতারকা। এবারও ব্যতিক্রম হয়নি।

ওল্ড ট্রাফোর্ডে পরশু বৃহস্পতিবার রাতে ঘুরে দাঁড়িয়ে আরেকবার নিজের তেজ দেখিয়েছেন রোনালদো। এবার রোনালদোর আগুনে পুড়েছে আর্সেনাল। স্ট্যান্ডে বসে রোনালদোর জাদু দেখেছেন ম্যানইউর নতুন কোচ রাংনিকও। রোনালদোর জ্বলে ওঠার রাতে গানারদের বিপক্ষে ম্যানইউর জয়ে ৩-২ গোলের ব্যবধানে।

ঘরের মাঠে স্মিথ রাওয়ের গোলে ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। বিরতির আগে ম্যানইউকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। বিরতির পর রূপ বদলানো ম্যাচে ৫২ মিনিটে দলকে লিড এনে দেন রোনালদো। ২ মিনিট পর মার্টিন ওডেগার্ড ফের সমতায় ফেরান গানারদের। তবে ৭০ মিনিটে পেনাল্টি গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেন রোনালদো। তবে এই জয়ের পরও টেবিলের ৭ নম্বরে থাকতে হচ্ছে ম্যানইউকে। আর্সেনাল আছে পাঁচে। এই ম্যাচ দিয়ে ৮০০ গোলের মাইলফলকও পেরিয়ে গেছেন রোনালদো।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘প্রথম ফুটবলার হিসেবে ৮০০টি স্বীকৃত গোল করতে পেরে খুব খুশি। এই অর্জন সত্যিই চমকপ্রদ ও অবিস্মরণীয়। সব সময় আমার পাশে থাকায় ভক্তদের ধন্যবাদ। ৮০১ (গোল) ও এখনো গণনা চলেছে! এখন সংখ্যাটাকে আরও বাড়িয়ে নিতে চাই, সম্ভাব্য সব রেকর্ড নিজের করে নিতে চাই।’

গতকাল আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেওয়ার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ম্যানইউর নতুন কোচ রাংনিক। সেখানে স্বাভাবিকভাবেই তাঁকে কথা বলতে হয়েছে রোনালদোকে নিয়ে। রোনালদোর সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে ম্যানইউর জার্মান কোচ বলেন, ‘দলে থাকা খেলোয়াড়দের সঙ্গে আমার মানিয়ে নিতে হবে। আমি ৩৬ বছর বয়সেও তার মতো ফিট কাউকে আর দেখিনি। তবে এটা শুধু তার ব্যাপার নয়। পুরো দলকেই একসঙ্গে গড়ে তুলতে হবে।’

নতুন খেলোয়াড় কেনা প্রসঙ্গে রাংনিক যোগ করেছেন, ‘এখন বর্তমান স্কোয়াড সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার সময়। দলে যথেষ্ট খেলোয়াড় আছে। বড় দিনের পর দলবদল নিয়ে বিস্তারিত আলাপ করা যাবে। তবে আমার মত হচ্ছে, এই সময়টা দলবদলের জন্য ভালো নয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ