হোম > ছাপা সংস্করণ

পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন ১৪৪ ধারা জারি করেন।

আওয়ামী লীগের নেতা–কর্মীরা জানান, গতকাল বিকেলে বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) আরিফুল আলম চৌধুরী রাজু। একই সময় বিদ্যালয় মাঠের পাশে সমাবেশ করার ঘোষণা দেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আরিফুল আলম চৌধুরী বলেন, বিদ্যালয় মাঠে সমাবেশ করার জন্য তিনি তিন দিন আগে থানা ও উপজেলা প্রশাসনের অনুমতি নেন। আওয়ামী লীগের প্রার্থী তাঁর সমাবেশ পণ্ড করতে পাশেই সমাবেশের আয়োজন করেন।

আওয়ামী লীগের প্রার্থী শওকত আলী জাহাঙ্গীর বলেন, বাঁশবাড়িয়া স্কুল মাঠের পাশে তাঁর একটি নির্বাচনী ক্যাম্প গত রোববার রাতে বিদ্রোহী প্রার্থীর কর্মী–সমর্থকেরা পুড়িয়ে দেন। এর প্রতিবাদে তিনি সেখানে সমাবেশ ডাকেন। তবে প্রশাসনের বাঁধায় তিনি সেখানে সমাবেশ করতে পারছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন বলেন, একই স্থানে দুই চেয়ারম্যান প্রার্থীর পাল্টাপাল্টি সমাবেশ হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এলাকার শান্তি বজায় রাখতে সেখানে সমাবেশ বন্ধে তিনি ১৪৪ ধারা জারি করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ