হোম > ছাপা সংস্করণ

খোকসায় অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন আবু বক্কর নামের এক ব্যবসায়ী। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবু বক্কর খোকসা বাসস্ট্যান্ডের একজন ওয়েল্ডিং ব্যবসায়ী।

আবু বক্করের স্বজনদের সূত্রে জানা গেছে, মহাজনকে টাকা দিতে খোকসা বাস স্ট্যান্ড থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

পরে বাসের হেলপার ও ড্রাইভার অজ্ঞান অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে রাখা হয়।

এদিকে, হাসপাতালে ভর্তির পর তার কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের কাছে ফোনে জানানোর পর ওই ব্যবসায়ীর আত্মীয়-স্বজন হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে থাকা আবু বক্করের স্বজনেরা জানান এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া দুইটা) তার জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ