হোম > ছাপা সংস্করণ

জাতীয় পার্টির পক্ষে কাজ করা নেতাদের তালিকা করেছে আ. লীগ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বন্দরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় পদে থেকেও জাতীয় পার্টির সঙ্গে কাজ করা নেতাদের তালিকা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। পূর্ব ঘোষণা অনুযায়ী সেই তালিকা উপজেলা আওয়ামী লীগের কাছে জমা দেওয়া হয়েছে। উপজেলা থেকে এসব নেতার তালিকায় কেন্দ্রে পাঠানো হবে।

গতকাল বৃহস্পতিবার কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলা সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী আমরা তালিকা করেছি। প্রথম দিকে বেশ কয়েকজনের নাম উঠে আসলেও চূড়ান্ত রিপোর্টে আমরা ৪ জনের নাম পাঠিয়েছি। এখন তাঁদের নাম কেন্দ্রে চলে যাবে।

ইউনিয়ন আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ৪ জনের নাম এখনই গণমাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন না নেতা-কর্মীরা। কারণ তাঁরা বিষয়টি জানতে পারলে নতুন করে তদবির শুরু করবেন। তাই নাম গোপন রেখেই কেন্দ্রে পাঠানো হয়েছে।

গত ১৯ নভেম্বর এক সভায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন কর্মীরা। পরে ২৬ নভেম্বর বিকেলে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ সদস্য জাকির হোসেনকে নির্যাতন করে গুরুতর আহত করার প্রতিবাদে সমাবেশ আয়োজন করা হয়। সেই সমাবেশে কর্মীরা আবার দলের ভেতর থাকা সুবিধাভোগীদের চিহ্নিত করার দাবি জানান। দুই দফায় কর্মীদের দাবি শুনে সুবিধাভোগীদের তালিকা চান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন।

কাজিম উদ্দিন প্রধান বলেন, ‘কর্মীদের কাছ থেকে প্রাপ্ত তালিকার নামগুলো কেন্দ্রে পাঠানো হবে। সেখানে নেতারাই তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ