বরিশাল প্রতিনিধি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল প্রশাসনিক ভবনের নিচতলায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
উদ্বোধন শেষে উপাচার্য বলেন, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্তদের কষ্ট কিছুটা লাঘব হবে। দুস্থ মানুষের মধ্যে ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরশীদ আবেদীন।