হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর নদীর ঘাটে একটি ট্রলার থেকে গত রোববার দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব দাবি করেছেন, এসব অস্ত্র তাঁর না। তাঁর বিরুদ্ধে এলাকায় এ নিয়ে অপপ্রচার চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী।
গতকাল সোমবার দুলালপুর বাজারে তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তবে প্রতিদ্বন্দ্বী সেই প্রার্থীর নাম বলেননি তিনি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী হাবিব বলেন, ‘অস্ত্র উদ্ধার হওয়া ট্রলারের মাঝি কালাকে দিয়ে আমার প্রতিপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। আমি না কি নির্বাচনে সহিংসতা করার জন্য এগুলো এনেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার জনপ্রিয়তায় ধস নামাতে এবং আমাকে ফাঁসাতে প্রতিপক্ষ এ নাটক সাজিয়েছে।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে এখনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা হয়নি। বিষয়টির তদন্ত চলছে। ট্রলারের মাঝি কালাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আউয়াল উপস্থিত ছিলেন।