হোম > ছাপা সংস্করণ

এবারও সর্বোচ্চ আয়ের লক্ষ্য উন্নয়ন অনুদান খাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গত অর্থবছরে উন্নয়ন অনুদান খাতে সর্বোচ্চ আয় দেখিয়ে বড় বাজেট ঘোষণা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সেই লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এবারও উন্নয়ন অনুদান খাতে সর্বোচ্চ আয় দেখিয়ে ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার প্রাক্কলিত বাজেট ঘোষণা করেছে চসিক। গতকাল রোববার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ২০২২-২৩ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

বাজেটে উন্নয়ন অনুদান খাতে আয় দেখানো হয়েছে ১ হাজার ২১২ কোটি টাকা। যা মোট বাজেটের প্রায় ৫৬ দশমিক ০৭ শতাংশ। গতবারও এ খাতে সর্বোচ্চ আয় দেখিয়ে বড় বাজেট ঘোষণা করে সিটি করপোরেশন। কিন্তু তারা ওই বাজেট বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দেয়। ২০২১-২২ অর্থবছরে এ খাতে আয় দেখানো হয়েছিল ১ হাজার ৫৭০ কোটি টাকা। যেখানে অর্জন হয়েছে মাত্র ৬৮৯ কোটি টাকা। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ৪৩ দশমিক ৮৮ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে দেখা যায়, বকেয়া কর ও অভিকর, হাল কর ও অভিকরসহ নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ৯০৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে উন্নয়ন অনুদান ছাড়া অন্যান্য খাত থেকে আয় দেখানো হয়েছে ৪৪ কোটি ৭০ লাখ টাকা।

বিপরীতে বেতনভাতা ও পারিশ্রমিক, মেরামত ও রক্ষণাবেক্ষণসহ পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ১৯ লাখ টাকা। এর মধ্যে বেতনভাতা ও পারিশ্রমিক খাতে সবচেয়ে বেশি ব্যয় রাখা হয়েছে ২৯০ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া ভ্রমণ ও যাতায়াত খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। প্রশিক্ষণ ব্যয় রাখা হয়েছে ১ কোটি টাকা।

এর আগে বাজেট বক্তৃতায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম নগরীতে ৫৭টি খাল আছে। এর মধ্যে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে নগরীর প্রধান ৩৬টি খালে ৫ হাজার ৬১৬ কোটি টাকার মেগা প্রকল্প সিডিএ বাস্তবায়িত করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ