হোম > ছাপা সংস্করণ

সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। বিএনপির সরকারবিরোধী অভিযোগ কল্পিত ও চর্বিত চর্বণ। নিয়মিত অসত্য বক্তব্য দেওয়া বিএনপির রেওয়াজে পরিণত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়লেও অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিচ্ছে। স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকেও তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাস করে না।

সেতুমন্ত্রী আরও বলেন, জনগণ যাদের ওপর আস্থাশীল নয় তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের চেষ্টা করে। বিএনপি এখন সেটাই করছে। বিএনপির রাজনীতি জনগণনির্ভর নয়, বিদেশি প্রভুদের জোরে রাজনীতি করছে তারা।

বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করে কাদের বলেন, আওয়ামী লীগের একুশ হাজার নেতা-কর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল। কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করা স্বাধীন দেশের রাজনৈতিক দলকে মানায় না। বিএনপিই দেশকে মগের মুল্লুক বানিয়েছিল। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে দেশকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে।

তিনি আরও বলেন, রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে—এ প্রত্যয় নিয়েই তো বিএনপি দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল। রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ এবং সুবিধাবাদ চর্চা শুরু করেছিল তারাই। শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ