ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) উপজেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কার্যালয় থেকে র্যালিটি বের করা হয় যা নিমতলী বাজার হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম। এর আগে তিনি কবুতর অবমুক্তকরণ করেন। সভায় সঞ্চালনা করেন সম্পাদক মেহেদী হাসান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।