হোম > ছাপা সংস্করণ

শেষ দৃশ্যে খরচ ২৫ কোটি রুপি

আবার বলিউডে আসছে ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর সিনেমা। পরিচালকের আসনে রোহিত শেঠি আর ক্যামেরার সামনে অজয় দেবগন। ২০১১ সালে ‘সিংহাম’ এবং ২০১৪ সালে ‘সিংহাম রিটার্নস’-এর পর অজয়-রোহিত জুটি এবার নিয়ে আসছেন ‘সিংহাম অ্যাগেইন’। আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে বর্তমানে চলছে শুটিং। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে বিশেষ চমক রাখতে চাইছেন নির্মাতা। তাই শুধু শেষ দৃশ্যের জন্যই বাজেট রাখা হয়েছে ২৫ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফ জানিয়েছে, সিংহাম অ্যাগেইনের ক্লাইমেক্স দৃশ্যটি সাজানো হয়েছে স্বতন্ত্রভাবে। অর্থাৎ কেউ চাইলে শুধু শেষ দৃশ্যটি আলাদা সিনেমা হিসেবেও দেখতে পারবেন। দৃশ্যটি বেশ দীর্ঘ হবে। থাকবে দুঃসাহসিক স্টান্ট। সপ্তাহব্যাপী চলবে শুটিং। রোহিত শেঠির পুলিশি ব্রহ্মাণ্ডের এ সিনেমার শেষ দৃশ্যে একত্র হবেন বলিউডের তিন পুলিশ—সিংহাম (অজয় দেবগন), সূর্যবংশী (অক্ষয় কুমার) ও সিম্বা (রণবীর কাপুর)।

প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা হয়ে এ সিনেমায় অ্যাকশন করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শেষ দৃশ্যে দীপিকা তো থাকবেনই, এ ছাড়া দেখা যাবে কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও টাইগার শ্রফকে। গত শনিবার হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন কারিনা কাপুর। সে ছবি সিংহাম অ্যাগেইন নিয়ে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় সেটে দুর্ঘটনা নতুন কিছু নয়। সিংহাম অ্যাগেইনের শেষ দৃশ্যে যাঁরা অতিথি চরিত্র করছেন, তাঁদের প্রত্যেকেই এখন একাধিক সিনেমার কাজে ব্যস্ত। সামান্য চোট পেলে কিংবা আহত হলে অন্য সিনেমার শুটিং বাধাগ্রস্ত হবে। তেমন কোনো দুর্ঘটনা যাতে এ শুটিংয়ে না হয়, সে বিষয়টি মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ