কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈদ্যুতিক পাখার তার থেকে বিদ্যুতায়িত হয়ে চায়না খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নামাচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত চায়না খাতুন একই গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যুতিক পাখার বাতাস দিয়ে ধান থেকে চিটা ধান আলাদা করার জন্য বৈদ্যুতিক পাখার তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিতে যান চায়না খাতুন। এ সময় তিনি মেইন সুইচ বন্ধ করতে ভুলে যান। এতে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন। ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চরভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘চায়না খাতুন বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে শুনেছি।’