বগুড়ার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলেফ বাদশা। গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নিকট চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন তিনি। ইউনিয়ন আ.লীগের সভাপতি পদে রয়েছেন বাদশা। এই ইউপিতে আ.লীগের মনোনীত প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান নাজমুল কাদির শিপন।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে আলেফ বাদশা বলেন, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার আবেদন করেছিলাম। কিন্তু দল থেকে মনোনয়ন পাইনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলাম। দলের প্রতি আনুগত্য থেকে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানান তিনি।