ভালুকায় ইট ভাঙার ভ্রাম্যমাণ যন্ত্র উল্টে খাদে পড়ে নাজমুল হক নামের এক মালিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ভালুকার ভান্ডাব ধাইরাপাড়া গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নাজমুল হক ৪-৫ জন শ্রমিক নিয়ে তার নিজস্ব ইট যন্ত্রে চড়ে উপজেলার রাংচাপড়া গ্রামে যাচ্ছিলেন। পথে ডুইল্যার বাড়ির পাশে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।