শরীয়তপুরের নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনিরের ওপর হামলার ঘটনায় মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে হামলাকারীদের দৃষ্টান্ত বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকে কাছে স্মারকলিপি দেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর মুন্সি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ।
নড়িয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মনির বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যার পরে নড়িয়া বাজারে নব-নির্বাচিত চেয়ারম্যান বাদশা শেখের ছেলে ইউনুস শেখ হামলা করেন। আমার ছেলে রাজ ব্যাপারীকে কুপিয়ে জখম করা হয়। হামলার সুষ্ঠু বিচার চাই।’
চেয়ারম্যান বাদশা শেখে বলেন, ‘আমি ও আমার ছেলে এই হামলার বিষয়ে কিছু জানি না।’