নগদ অ্যাকাউন্ট হ্যাক করে পৌনে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বাবুল মিয়া (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রের সহায়তায় মাত্র তিন মিনিটের মধ্যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তিনি এই প্রতারণা করেন বলে পুলিশ জানায়।
গত বুধবার নগরীর পাহাড়তলী এলাকা থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সিএমপি জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম। তিনি জানান, গত ১৬ নভেম্বর নগরীর অলংকার মোড়ে দিদার এন্টারপ্রাইজ নামের একটি নগদ এজেন্টের দোকানে দুই লাখ টাকা ক্যাশইনের জন্য আসেন এক ব্যক্তি। পরে নগদ এজেন্টের নাম্বারে টাকা ট্রান্সফার করা হয়। এ সময় তিন মিনিটের মধ্যে একটি প্রতারক চক্র ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পাঠানো টাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গত বুধবার বাবুলকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও প্রতারণায় কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং ৬টি সিম জব্দ করা হয়।