মিঠাপুকুরে ব্যাংক থেকে নেওয়া ৪০ হাজার টাকার বিপরীতে লক্ষাধিক টাকা পরিশোধ করেও ঋণের জাল থেকে মুক্ত হতে পারছেন না বিধবা মোতাহারা। স্বামীর নেওয়া এই ঋণের মামলা মাথায় নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
মোতাহারা জানান, তাঁর স্বামী তোফাজ্জল হোসেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তোফাজ্জল ২০১০ সালের জানুয়ারিতে জনতা ব্যাংক শঠিবাড়ি শাখা থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরে সাড়ে ১৭ হাজার টাকা কিস্তিও দেন।
তবে বাকি ঋণ পরিশোধ করার আগেই তোফাজ্জল ২০১৭ সালের মে মাসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পর জনতা ব্যাংক কর্তৃপক্ষ ২ লাখ ১৮ হাজার ৫৪৩ টাকা পরিশোধ করার জন্য তোফাজ্জলের স্ত্রী মোতাহারাকে নোটিশ দেয়।
ব্যাংকের এমন নোটিশ পেয়ে দিশেহারা হয়ে পড়েন বিধবা। যোগাযোগ করেন ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে। তিনি আংশিক টাকা জমা দিয়ে সুদ মওকুফ করার জন্য আবেদন করতে বলেন। মোতাহারা ধার করে ৮৩ হাজার ২০০ টাকা পরিশোধ এবং সুদ মওকুফের আবেদন করেন। কিন্তু সুদ মওকুফের বদলে আরও ৭১ হাজার ৫৪৩ টাকা আদায়ের জন্য করা হয় মামলা।
এমন পরিস্থিতিতে পড়ে দিশেহারা মোতাহারা জানান, ব্যাংকের দাবি করা টাকা পরিশোধের সামর্থ্য নেই তাঁর। ঋণের সুদ মওকুফ করার আবেদন নিয়ে বিভিন্নজনের কাছে যাচ্ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে জনতা ব্যাংক শঠিবাড়ি শাখার ব্যবস্থাপক মাইদুল হক সরকার বলেন, সুদ মওকুফের আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল কিন্তু তা মওকুফ করা হয়নি।