জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বিন্দুবাসিনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক নির্বাহী সদস্য মো. শহীদ ইমাম।
জেলা তথ্য অফিসার মো. আহসান কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক নিত্যনন্দ বালা, বাউকাঠি বিন্দুবাসিনী বিএম কারিগরি কলেজের অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দীক, বাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী হাওলাদার এবং স্থানীয় সিনিয়র সিটিজেন হাজী আমজাদ আলী থলপহরী। অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।