বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। গত রোববার বিকেলে নগরীর ধর্মসাগরপাড়ের দলীয় কার্যালয় থেকে কাফনের কাপড় পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব প্রমুখ।