নেত্রকোনার বারহাট্টায় কৃষক আব্দুল ওয়াহাব হক্কু মিয়ার (৬৫) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল উপজেলার চিরাম ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে এলাকার হাজারো মানুষ অংশ নেন। এ সময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ নয়ন, আওয়ামী লীগ নেতা ও গণ্যমান্য ব্যক্তি মো. মঞ্জুরুল হক, তোফায়েল আহম্মেদ, এ. কে. এম. আবু সায়েম, সাইফুর রহমান খান, আব্দুল হান্নান খান, আবুল বাশার খান ও আব্দুল ওয়াদুদ খান প্রমুখ বক্তব্য রাখেন।
জানা গেছে, গত ২০ নভেম্বর মাগরিবের নামাজ শেষে নৈহাটী বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল ওয়াহাব হক্কু মিয়া নিখোঁজ হন। পরদিন সকালে ওই গ্রামের জনৈক এজাজুল হকের মালিকানাধীন জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে ২৩ নভেম্বর বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন- হক্কু মিয়া একজন নিরীহ প্রকৃতির লোক ছিলেন। আজ ১৪দিন অতিবাহিত হতে চললেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয় নাই। হত্যাকারী যেই হোক, তাদের অবিলম্বে গ্রেপ্তার দাবি জানান তারা।