পাইকগাছা উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তর ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি) কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুণ কুমার মণ্ডল। তিনি গত বুধবার সারা দিন গোপালপুরের লামিয়া ডেইরি ফার্ম, পুরাইকাটী শরীফ ডেইরি খামার, বাঁকার ডেইরি খামারসহ বিভিন্ন মুরগির খামার পরিদর্শন করেন। গরু ছাগল মুরগি খামার পরিদর্শনের পাশাপাশি ঘাস চাষ ও মিল্ক ক্যান পরিদর্শন করেন।
পরবর্তীতে দুপুরে উপজেলা প্রাণিসম্পদের আয়োজনে এনএটিপির অর্থায়নে উন্নত প্রযুক্তির মাধ্যমে ছাগল পালন বিষয়ক সিআইজি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে ডা. অরুণ কুমার প্রধান অতিথি হিসাবে যোগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বিষ্ণুপদ বিশ্বাস উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. পার্থ প্রতিম রায়, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মুর্শিদা পারভিন ও ডা. দেবব্রত কুমার স্বর। সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, কামাল হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা।