মোংলায় পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণ করেছে একটি স্বেচ্ছাসেবী নারী সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের বালুর মোড় বাজারের প্রতিটি দোকান ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন এ সংগঠনের কর্মীরা। তাঁদের অঙ্গীকার, ভবিষ্যতে মোংলা উপজেলা ও পৌরসভা হবে একটি আধুনিক ও পরিবেশবান্ধব বন্দর নগরী।
পরে তাঁরা বাজারের প্রতিটি দোকানে ময়লা ও প্লাস্টিক পলিথিন ফেলার পাত্র বিতরণ করেন এবং সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে বর্জ্য সংরক্ষণের পাত্র ঝুলিয়ে দেন। এ সময় বিএএসডির প্রকল্প ব্যবস্থাপক এ্যাডয়ার্ড এ মধু বলেন, মোংলা অঞ্চলে এমনিতেই অপরিকল্পিত শিল্পায়ন ও প্লাস্টিক পলিথিনসহ বিভিন্ন বর্জ্যের ফলে প্রবহমান নদী-খাল ভরাট হচ্ছে। এ ছাড়া বিভিন্ন প্রকারের প্লাস্টিক পণ্য, জাহাজের বর্জ্য, তেল-কয়লা-সার ইত্যাদির মাধ্যমে প্রতিনিয়ত পশুর ও মোংলা নদীর দূষণ বৃদ্ধি পাচ্ছে। তাই দখল ও পরিবেশ দূষণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও প্লাস্টিক-পলিথিনের ময়লা আবর্জনাকে পুনরায় ব্যবহার করে সম্পদে রূপান্তর করার জন্য সরকারসহ স্থানীয় প্রশাসনের কাছে তিনি জোর দাবি জানান।