নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের ১০ দিন পর ওয়াসিমা আক্তার (৪) নামে এক শিশুকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। গত শনিবার সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার হরিমণ্ডল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
ওয়াসিমা গত ২৭ অক্টোবর সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার নাজু মার্কেটের সামনে থেকে অপহৃত হয়। এরপর ১ নভেম্বর শিশুর বাবা মো. শহীদুল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভুক্ত আসামি শেফালী বেগমকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাগলা গ্রামের বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ও অপহরণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন খন্দকারের নেতৃত্বে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। শেফালী বেগমকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য এবং মোবাইল ফোন রেকর্ড বিশ্লেষণ করে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। পরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে শেফালী বেগমের বোনের ঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযানের খবর টের পেয়ে শিশুটিকে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা।
বাবা মো. শহীদ বলেন, ‘যাঁরা আমার শিশু মেয়েকে অপহরণ করেছে তাঁদের শাস্তি চাই।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, এ ঘটনার পেছনে ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। গ্রেপ্তার শেফালীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।