হোম > ছাপা সংস্করণ

১২ ইউপিতে নৌকা চান ১১১ জন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় আসন্ন পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১২ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান ১১১ জন। এ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গত ১২ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ইউনিয়নগুলোতে বর্ধিত সভা করে উপজেলা আওয়ামী লীগ। এতে এসব প্রার্থী ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে নাম প্রস্তাব করেন।

এর মধ্যে সাচার ইউপিতে ৭ জন, পাথৈরে ৯ জন, বিতারায় ১১ জন, পালাখাল মডেল ইউপিতে ৫ জন, পশ্চিম সহদেবপুরে ৯ জন, উত্তর কচুয়ায় ১৩ জন, সদর দক্ষিনে ৮ জন, কাদলায় ১১ জন, কড়ইয়ায় ১৪ জন, গোহট উত্তরে ৮ জন, গোহট দক্ষিণে ১১ জন ও আশ্রাফপুর ইউপিতে ৫ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান।

এদিকে কচুয়ায় ১২টি ইউনিয়নের বর্ধিত সভা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোরহাব হোসেন সোহাগ চৌধুরী। তাঁরা বলেন, দলীয় সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মোতাবেক সবার সহযোগিতায় ১২ ইউনিয়নে বর্ধিত সভা সম্পন্ন করেছি। নিয়ম অনুযায়ী জেলার পর কেন্দ্রে এ সব প্রার্থীর নামের তালিকা পাঠানো হবে। পরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে যাকে নৌকার মাঝি মনোনীত করবেন, আমরা তাঁদের পক্ষে বিজয়ের লক্ষ্যে কাজ করব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ